
আপনি কি নতুন ব্যবসা শুরু করেছেন? আপনি কি জানেন, ব্যবসায়ের জন্য BIN কিভাবে পেতে হয় (How to get BIN for your business)? আপনার ব্যবসার জন্য BIN বা বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। BIN নিবন্ধনকে ভ্যাট নিবন্ধনও বলা হয়।
এমনকি আপনি যদি প্রোপাইটরশিপ বা পার্টনারশিপ ব্যবসা শুরু করার পরিকল্পনা করেন তাহলেও আপনাকে জানতে হবে ব্যবসার জন্য BIN পেতে চাইলে কী করতে হবে (How to get BIN for your business)। নয়তো আপনি সরকারি অনেক সুবিধা থেকে বঞ্চিত হবেন। একই সাথে ঠিকমতো ভ্যাট না দিলে আপনি আইনি ঝামেলায়ও পড়তে পারেন।
ব্যবসা শুরু করার আগে BIN কী, কিভাবে BIN এর জন্য নিবন্ধন করতে হয় এবং BIN নিবন্ধনের জন্য কী কী ডকুমেন্ট লাগে জানা থাকলে আপনার পথটা অনেক সহজ হয়ে যায়। তাহলে, আসুন জেনে নেই বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর বা ভ্যাট রেজিস্ট্রেশন এর খুঁটিনাটি।
BIN কী? (What is BIN)
প্রতিটি দেশের প্রতিটি ব্যবসায়ের জন্য একটি অদ্বিতীয় বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর বা ব্যবসা পরিচিতি নম্বর থাকে। বার্ষিক টার্ণ ওভারের উপর সকল ব্যবসা প্রতিষ্ঠানকেই ভ্যাট দিতে হয়। সবার উপর ভ্যাট আরোপ করা হয় না তবে প্রতিটি প্রতিষ্ঠানের জন্যই বিন নম্বর থাকা বাধ্যতামূলক।
আপনার ব্যবসা প্রতিষ্ঠানের বাৎসরিক টার্ণওভার যদি ৩০ লক্ষ টাকার নিচে হয় তাহলে প্রতিষ্ঠানকে কর দিতে হবে না। যদি টার্ণওভার ৩০ লক্ষ থেকে ৮০ লক্ষ টাকার মধ্যে হয় তাহলে আপনার প্রতিষ্ঠানকে ৩% কর দিতে হবে। আর যদি টার্ণওভার ৮০ লক্ষ টাকার বেশি হয় তাহলে আপনার প্রতিষ্ঠানকে ১৫% ভ্যাট দিতে হবে।
আপনার ব্যবসার জন্য BIN নম্বর নিতে চাইলে (How to get BIN for your business) আপনাকে নিবন্ধন করতে হবে। এই নিবন্ধন আপনি বিনামূল্যেই করতে পারবেন।
BIN এর জন্য কী কী ডকুমেন্ট প্রয়োজন হয়? (What Documents Are Needed For BIN)
BIN এর জন্য আপনি অনলাইনেই নিবন্ধন করতে পারবেন। কিন্তু তার জন্য আপনার কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সংযুক্ত করা লাগবে। নাহলে BIN পেতে দেরি হবে। BIN এর জন্য আপনার নিম্নোক্ত ডকুমেন্ট গুলোর প্রয়োজন পড়বে-
- সঠিক মোবাইল নম্বর
- সঠিক ই-মেইল এড্রেস
- প্রতিষ্ঠানের ঠিকানা
- কর্মীদের সংখ্যা
- টার্ণওভার সম্পর্কীয় তথ্যাদি
- অর্থনৈতিক খাত
- আপনি যদি ম্যানুফাকচারার হয়ে থাকেন তাহলে ইনপুট-আউটপুট প্ল্যান, লে-আউট প্ল্যান ইকুইপমেন্ট এবং যন্ত্রাদি ও সরঞ্জাম সমূহের তালিকাও দিতে হবে
- সর্বশেষ E-BIN (যদি থাকে)
- আমদানির নিবন্ধনের লাইসেন্স (যদি থাকে)
- রপ্তানির নিবন্ধনের লাইসেন্স (যদি থাকে)
- ট্রেড লাইসেন্স
- বিগত এক বছরের ব্যাংক স্টেটমেন্ট
- প্রতিষ্ঠানের E-TIN
- প্রতিষ্ঠানের পরিচালকদের NID/পাসপোর্ট
- MOA এবং AOA এবং ইনকরপোরেশন সার্টিফিকেট
- অন্য তথ্য যদি লাগে
আপনার ব্যবসার জন্য BIN পেতে কী করতে হবে? (How to Get BIN For Your Business)
সকলেই কিন্তু BIN এর যোগ্য নন। কিন্তু আপনি BIN নম্বরের জন্য আবেদন করতে পারবেন। আপনার সকল তথ্য যাচাই-বাছাই করে উপযুক্ত মনে হলে আপনাকে BIN নম্বর দেয়া হবে। BIN নম্বরের জন্য আপনাকে নিচের কাজগুলো করতে হবে-
১) জাতীয় রাজস্ব বোর্ড এর ওয়েবসাইটে গিয়ে সাইন-আপ করুন বা একাউন্ট খুলুন। এই একাউন্ট দিয়ে ভ্যাট নিবন্ধন, দাখিলপত্র পেশ সহ সব কাজ করা হবে। এখানে আপনি সিস্টেমে প্রবেশের জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড পাবেন।
২) সাইন আপ করার সময় একটি প্রতিষ্ঠানের নিবন্ধন গ্রহণের জন্য Register as Taxpayer (Headquarter) নির্বাচন করবেন। কেন্দ্রিয় নিবন্দের অধীনে শাখা নির্বাচনের সময় Register as Taxpayer (Branch) নির্বাচন করে তবে সাইন আপ করবেন। যদি অন্য কাউকে এই কাজের দায়িত্ব দেন তবে উনি Register as Taxpayer’s Employee হিসাবে সাইন-আপ করবেন।
৩) ডাটা প্রদান করে “Check” বাটনে চাপ দিন। কোনো ভুল থাকলে সংশোধন করুন আর সব ঠিক থাকলে জমা দিন।
৪। সাবমিট করার পর আপনি একটা ইমেল পাবেন। ইমেইলের নির্দেশনা মেনে www.vat.gov.bd ওয়েবসাইটে গিয়ে লগ ইন করুন। এই স্টেপে আপনার পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে পারবেন আপনি।
৫) মুসক ২.১ ফর্মটি নির্বাচন করুন।
৬। ফর্মটিতে আপনার টি আই এন নাম্বার ও নাম আগে থেকেই দেখাচ্ছে। এখানে অন্যান্য তথ্য দিয়ে সাবমিট বাটনে চাপ দিন।
৭) সঠিক নির্দেশন অনুসরন করলে আপনার নামের বিপরীতে একটি ৯ ডিজিটের বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার (Business Identification Number) তৈরি হয়ে যাবে। এই নাম্বারটি আপনাকে ইমেইল করেও পাঠানো হবে। এর জন্য আপনাকে কোনো করের কাগজ প্রদর্শন করতে হবেনা।
৮) আপনার প্রতিষ্ঠানের নামে BIN গ্রহনের জন্য মুসক ২.২ ফর্মটি ফিলাপ করুন। আপনার প্রতিষ্ঠানের নাম প্রদান করুন। এই নামেই আপনাকে কর প্রদাঙ্করতে হবে, হিসাব রাখতে হবে ও দাখিল পেশ করতে হবে। একাধিক ব্যবসা থাকলে প্রতিটি ব্যবসার জন্য আলাদা মুসক ফর্ম ফিলাপ করে জমা দিতে হবে।
৯) যদি ব্যবসার আলদা ব্রাঞ্চ থাকে তবে এবং আলদা লোককে দায়িত্ব দিয়ে থাকেন তাহলে Register as a Taxpayer (Branch) হিসেবে সাইন আপ করতে বলুন। একজন স্টাফকে একটি শাখার জন্য দায়িত্ব দিলে তাকে Regiser as Taxpayer’s Emoloyee হিসেবে সাইন আপ করান।
টি আই এন এর সাথে বি আই এন এর সমন্বয়ের জন্যও একই পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে।

আপনার ব্যবসার জন্য কেন BIN দরকার? (Why it is necessary to have BIN for your business?)
প্রতিটি ব্যবসার জন্যই BIN প্রয়োজন। আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে চালু রাখতে বিন নম্বর থাকা বাধ্যতামূলক। ব্যবসা চালানোর জন্য, টেন্ডারে অংশগ্রহণ করার জন্য এবং ব্যাংকিং কার্যক্রম চালানো, এমনকি আমদানি-রপ্তানি অব্যাহত রাখার জন্য সকল ক্ষেত্রে ভ্যাট তথা বিন নম্বর প্রয়োজন পড়বে।
আপনার BIN আবেদনটি IVAS এ জমা হয়ে গেলেও বিশেষ কিছু যাচাই-বাছাই এর পরে আবেদনটি গ্রহণ করা হবে। কোন কারণে গ্রহণ করা না হলে আপনাকে মেইল, মেসেজ বা চিঠির মাধ্যমে জানানো হবে।
বিন রিপোর্ট কিভাবে ডাউনলোড করবেন (How Will You Download BIN Report) ?
আপনার বিন রিপোর্ট বা বিনের তথ্য জানতে আপনি এনবিআর এর এই সাইটে গিয়ে আপনার ১৩ সংখ্যার বিন নাম্বারটি প্রবেশ করিয়ে সার্চে ক্লিক করলেই আপনি যাবতীয় তথ্য দেখতে পাবেন।
শেষ কথা
আপনার ব্যবসায়ের জন্য BIN পাওয়ার জন্য কী করবেন?(How To Get BIN For Your Business?)। আশা করি এখন আপনি এই ব্যাপারে পরিষ্কার একটি ধারনা পেয়েছেন। তবে এই ব্যপারে যদি আপনি প্রফেশনাল সাহায্য পেতে চান তাহলে উদ্যোক্তাসেবা ওয়েবসাইটে সার্চ করে দেখতে পারেন। একজন প্রফেশনাল এই কাজটি অনেক সহজে এবং দ্রুত করে দিতে পারেন এবং ভবিষ্যতে আপনি কোনো ধরনের জটিলতার সম্মুখীনও হবেন না।