বাংলাদেশে কোম্পানি নিবন্ধন ফ্রি কত (What is the Company Formation Fee in Bangladesh )

আপনি যদি বাংলাদেশে কোম্পানি গঠন করতে চান তাহলে আপনাকে বাংলাদেশ সরকারের অধীনস্ত RJSC বা যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের অধিদপ্তরে যথোপযুক্ত ফ্রি প্রদান করতে হবে। এইক্ষেত্রে অনেকে এই বিষয় নিয়ে চিন্তিত থাকেন যে বাংলাদেশে কোম্পানি নিবন্ধন ফি কত। (What is the Company Formation Fee in Bangladesh )

আপনারা যারা কোম্পানি খুলতে চাচ্ছেন তারা আশা করি এই আর্টিকেলটি পড়লে বাংলাদেশে কোম্পানি নিবন্ধনের ফি (Company Registration fee in Bangladesh) সম্পর্কে স্পষ্ট ধারনা পাবেন। 

বাংলাদেশ কোম্পানি নিবন্ধন ফ্রি কত (How much is Company Registration Fee in Bangladesh)? 

অনুমোদিত মূলধন (Authorized Capital) 

বাংলাদেশে কোম্পানি নিবন্ধন ফ্রি সাধারনত নির্ভর করে অনুমোদিত মূলধনের উপর। এই অনুমোদিত মূলধনকে ‘Authorized Capital’ও বলা হয়ে থাকে। এই অথরাইজড মূলধন বলতে কি বুঝায়? 

একটি কোম্পানি নিবন্ধন লাভের সময় মেমোরেন্ডাম অব এসোসিয়েশন সর্বোচ্চ যে পরিমান শেয়ার মূলধন নির্ধারন করে তাকে অনুমোদিত মূলধন বলে। এই অনুমোদিত মূলধনের অর্থ হচ্ছে একটি কোম্পানি গঠনের জন্য উক্ত পরিমান মূলধন সংগ্রহের অনুমতি পাওয়া। 

এইক্ষেত্রে কোম্পানি এই মূলধন একবারে সংগ্রহ না করে পরবর্তীতে শেয়ার ছেড়ে ধাপে ধাপে তা সংগ্রহ করতে পারে। এই অনুমোদিত মূলধন পরবর্তীতে চাইলে বাড়ানোও যেতে পারে কিন্তু তার জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমতি লাগবে। 

অন্যান্য ফ্রি 

অনুমোদিত মূলধন ছাড়াও একটি সমিতি বা কোম্পানি গঠনের জন্য নামকরনের ছাড়পত্র, স্ট্যাম্প ফ্রি, ফাইলিং ফ্রি সহ নানা ধরনের ফ্রি আছে। তবে এই ফ্রি এর কোনোটাই খুব বেশি হয়ে থাকে না। আমরা নিচে এর স্টেপগুলো সম্পর্কে জানব। 

বাংলাদেশে কোম্পানি নিবন্ধন ফ্রি সমূহ (Company Formation Fee in Bangladesh)

বাংলাদেশ কোম্পানি নিবন্ধের জন্য কত টাকা ফ্রি প্রয়োজন হবে তা নির্ধারিত হয়ে থাকে প্রাইভেট কোম্পানি (কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী)। আমরা জানি, কোম্পানি সাধারন দুই রকমের হয়ে থাকে – প্রাইভেট কোম্পানি ও পাবলিক কোম্পানি। কোম্পানির ধরণ ভেদে নিবন্ধন ফ্রিও বিভিন্নরকম হয়ে থাকে। 

 পূর্বে বাংলাদেশে কোম্পানি নিবন্ধন ফ্রি (Company Formation Fee in Bangladesh) অনেক বেশি ছিলো কিন্তু ২০১৯ সনে সংশোধনীর মাধ্যমে এই ফ্রি অনেকটাই কমিয়ে আনা হয়েছে। এবং পাবলিক ও প্রাইভেট দুই কোম্পানির নিবন্ধন ফ্রিও বেশ কাছাকাছি রয়েছে। 

নিম্নে বাংলাদেশ কোম্পানি নিবন্ধন ফ্রি সমূহ দেখানো হলোঃ 

১) প্রাইভেট কোম্পানি (কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী)

নামকরনের ছাড়পত্রের জন্য ২০০ টাকা।

স্ট্যাম্প ফি

১। মেমোরেন্ডাম অব এসোসিয়েশন (Memorandum of Association) এর জন্য : ১০০০ টাকা।

২। আর্টিকেল অব এসোসিয়েশনের (Article of Association) জন্য :

অনুমোদিত মূলধনফ্রি
২০ লক্ষ্ টাকা৩ হাজার টাকা
২০ লক্ষ থেকে ৬ কোটি টাকা ৮ হাজার টাকা
৬ কোটি বা তার উপরে যেকোনো টাকা২০ হাজার টাকা

নিবন্ধন ফি

১। ৬/৭ টি ডকুমেন্ট ফাইলিং এর জন্য মোট আড়াই থেকে তিন হাজার টাকার মতো খরচ হতে পারে। 

২। অনুমোদিত শেয়ার মূলধনের জন্য :

অনুমোদিত মূলধনফ্রি
১০ লাখ পর্যন্ত ফ্রি লাগবেনা
১০ থেকে ৫০ লাখ পর্যন্তলাখে ৫০টাকা ফ্রি। 
৫০ লাখ এর অধিক প্রতি ১ লাখের জন্যপ্রতি লাখে অতিরিক্ত ৮০ টাকা

৩। ডিজিটাল সার্টিফিকেট সরবরাহ ফ্রি  = শূন্য । পূর্বে এর জন্য ১০০০ টাকা ফি রাখা হতো। 

২ ) পাবলিক কোম্পানি (কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী)

নামকরনের ছাড়পত্রের জন্য ২০০ টাকা।

স্ট্যাম্প ফি

১। মেমোরেন্ডাম অব এসোসিয়েশন (Memorandum of Association) এর জন্য : ১০০০ টাকা।

২। আর্টিকেল অব এসোসিয়েশনের (Article of Association) জন্য :

অনুমোদিত মূলধনফ্রি
২০ লক্ষ্ টাকা৪ হাজার টাকা
২০ লক্ষ থেকে ৬ কোটি টাকা ৮ হাজার টাকা
৬ কোটি বা তার উপরে যেকোনো টাকা২০ হাজার টাকা

নিবন্ধন ফি

১। ৮/৯ টি ডকুমেন্ট ফাইলিং এর জন্য মোট তিন থেকে সাড়ে তিন হাজার টাকা করে খরচ হবে। 

২। অনুমোদিত শেয়ার মূলধনের জন্য :

অনুমোদিত মূলধনফ্রি
১০ লাখ পর্যন্ত ফ্রি লাগবেনা
১০ থেকে ৫০ লাখ পর্যন্তলাখে ৫০টাকা ফি। 
৫০ লাখ এর অধিক প্রতি ১ লাখের জন্যপ্রতি লাখে অতিরিক্ত ৮০ টাকা

৩। ডিজিটাল সার্টিফিকেট সরবরাহ ফ্রি  = শূন্য । পূর্বে এর জন্য ১০০০ টাকা ফি রাখা হতো। 

৩) বিদেশি কোম্পানি (কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী)

১। ডকুমেন্ট সাবমিশনের জন্য মোট আড়াই হাজার টাকার মতো খরচ হবে।  

২। মেমোরেন্ডাম অব এসোসিয়েশন ও আর্টিকেল অব এসোসিয়েশনের জন্য = ২০০০ টাকা।

৪) ট্রেড অর্গানাইজেশন (কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী)

নামের রেজিস্ট্রেশনের জন্য ২০০ টাকা।

স্ট্যাম্প ফি

১। মেমোরেন্ডাম অব এসোসিয়েশন (Memorandum of Association) সংযোজন : ১০০০ টাকা।

২। আর্টিকেল অব এসোসিয়েশন সংযোজন (Article of Association) : ২০০০ টাকা। 

নিবন্ধন ফি

১। ৬টি ডকুমেন্ট ফাইলিং এর জন্য দেড় থেকে দুই হাজার টাকার মতো খরচ হতে পারে। 

২। সংস্থার সদস্য সংখ্যার জন্য :

সদস্যের পরিমান ফ্রি
২০ জন পর্যন্ত ১ হাজার টাকা
২০ থেকে ১০০ জন পর্যন্তআড়াই হাজার টাকা 
অসীম সদস্যের জন্যসাড়ে ৭ হাজার টাকা

৩। ডিজিটাল সার্টিফিকেট সংগ্রহের জন্য আলাদা করে কোনো ফ্রি প্রয়োজন পরবেনা। 

৫) সমিতি (সোসাইটি) (সোসাইটি নিবন্ধন আইন, ১৮৬০ অনুযায়ী)

১। নাম রেজিস্ট্রেশন ফ্রি ১০০০ টাকা।

২। নিবন্ধন ফ্রি ১০,০০০ টাকা।

৩। ফাইলিং ফ্রি ৪০০ টাকা

৪। ডিজিটাল সার্টিফিকেট সরবরাহ ফ্রি ১০০০ টাকা।

৬) পার্টনারশিপ ফার্ম (পার্টনারশিপ আইন, ১৯৩২ অনুযায়ী)

১। নাম রেজেস্ট্রির জন্য ২০০ টাকা

২। নিবন্ধন ফ্রি ১০০০ টাকা।

৩। ফাইলিং এর ফ্রি ৪০০ টাকা।

৪। ডিজিটাল সার্টিফিকেট সংগ্রহ করার জন্য কোনো ফ্রি এর প্রয়োজন পরবেনা। 

নোটঃ উপরো আমরা শুধুমাত্র সরকারি খরচ বা ফি সমূহ উল্লেখ করেছি। আপনি যদি কোনো উকিলের সাথে পরামর্শ করেন এবং তিনি আপনার জন্য কাজগুলো করে দেন তাহলে আপনাকে উপরোক্ত খরচের সাথে উকিলের ফি হিসেবেও আলাদা টাকা খরচ করতে হতে পারে।

কোম্পানি আইন সম্পর্কে অভিজ্ঞ একজন উকিলের সহযোগীতা নেয়াটা যেকোনো ব্যবসার শুরুর জন্য ভালো। এতে করে ভবিষ্যতে আপনি যেকোনো ধরনের আইনি জটিলতা হতে মুক্ত থাকতে পারবেন।  

উপসংহার  

বাংলাদেশে কোম্পানি নিবন্ধনের ফ্রি পূর্বে অনেক বেশি ছিলো যে কারনে কোম্পানি তৈরি করার জন্য মোটামুটি ভালো অংকের টাকা খরচ হতো। কিন্তু ২০১৯ সনে নতুন আইন প্রনয়ের ফলে এই খরচ এখন অনেকটাই কমে এসেছে। 

আশা করি আমাদের এই গাইড আপনাদের বাংলাদেশে কোম্পানি নিবন্ধন ফ্রি কত, সেই ব্যাপারে একটি স্পষ্ট ধারনা দিতে সক্ষম হয়েছে। এই ব্যাপারে আপনার যদি কোনো ধরনের লিগাল সাপোর্টের প্রয়োজন পরে তাহলে আপনি উদ্যোক্তা সেবাতে খোজ করে দেখতে পারেন। আপনি নিশ্চিত একজন অভিজ্ঞ কাউকে পেয়ে যাবেন যে আপনার কোম্পানি নিবন্ধনের যাবতীয় কাজে আপনাকে সহায়তা করতে পারবে।

We will be happy to hear your thoughts

Leave a reply

PlanB Solution
Logo
Enable registration in settings - general
Shopping cart