প্ল্যান বি সল্যুশন
আমরা বস্তুত সবাই লিখিত বা অলিখিত একটি প্ল্যান নিয়েই ব্যবসা শুরু করি। কিন্তু ব্যবসা শুরু করার পর অনেকেই সেই প্ল্যান অনুযায়ী এগুতে পারিনা। নিজের ভুলে বা পারিপার্শিক অবস্থার কারনে বেশীরভাগ প্ল্যানই ব্যার্থ হয়। এইযে ব্যার্থতা এটাকে অনেকেই মেনে নিতে চাননা। ব্যার্থতাকে বড় করে দেখে সবাই নতুন কোন সুযোগের দিকে দৃষ্টি দেন না। প্ল্যান বি সল্যুশনস এই কাজটা করে। যাদের প্ল্যান এ ব্যার্থ হয়েছে তাদেরকে নতুন সুযোগের দ্বার উন্মোচন করে।
প্ল্যান বি সল্যুশন একটি ব্যবসায়ীক ইকো সিস্টেম। সবাই যেখানে ভাল অবস্থায় চলা ব্যবসায়কেই সাপোর্ট দিয়ে আরো ভাল করতে চেষ্টা করে, সেখানে প্ল্যান বি সল্যুশন চলে ভিন্ন পথে। প্ল্যান বি প্রধানত কাজ করে সেসব বিজনেস নিয়ে যেগুলো খারাপ করছে, পিছিয়ে পড়ছে বা হারিয়ে যেতে বসেছে। পিছিয়ে যেতে থাকা বিজনেসকেই টেনে ধরে হারিয়ে যাওয়ার পথ থেকে উন্নতির দিকে নিয়ে যাওয়ায় প্ল্যান বি সল্যুশনের প্রধান উদ্দেশ্য।
তাই আপনি যদি ভাবেন আপনার বিজনেস ভাল চলছে না, মনে হতাশা কাজ করে, কিভাবে সামনের দিকে আগাবেন বুঝতে না পারেন তাহলে প্ল্যান বি সল্যুশনই হতে পারে আপনার জন্য ভরসার জায়গা।