গ্রো উইথ প্ল্যান বি গতানুগতিক কোন কোর্স নয়। এটি অনেকটা স্টার্টআপ ইনকিউবেশনের মত কিন্তু পুরোপুরি ইনকিউবেশন নয়। আবার অনেকটা এক্সেলারেশন প্রোগ্রামের মতই কিন্তু পুরোপুরি এক্সেলারেসন প্রোগ্রামও নয়। এটি আমাদের নিজস্ব একটি প্রোগ্রাম মডেল যেটি মাইক্রো বিজনেসগুলোর জন্য উপযোগী। এই প্রোগ্রামে আমরা শুধু ত্বাত্তিক বিষয়ে শিখিয়েই শেষ করি না, বরং হাতে কলমে সবাইকে যার যার বিজনেসের খুঁটিনাটি ডাটা নিয়েই কাজ করে একটি বিজনেসকে পরিপূর্ণভাবে গুছিয়ে নিয়ে পরের ধাপে নিয়ে যেতে সাহায্য করে। সবার জন্য একই ফর্মুলা এপ্লাই না করে ইন্ডিভিজুয়ালি যার বিজনেসের জন্য যেটি প্রয়োজনীয় সেটিই এপ্লাই করা হয়।
যে কেউ চাইলেই এই সেশনে অংশগ্রহন করতে পারে না। রেজিষ্ট্রেশন করে ইন্টারভিউতে পাশ করলে তবেই ২ মাস মেয়াদি এই প্রোগ্রামে সুযোগ পেয়ে থাকেন। প্রোগ্রামের শেষ দিকে থাকে একটি পিচিং, যেখানে প্রোগ্রামের কেন্টিডেটরা তাদের বিজনেস নিয়ে ইনভেস্টরস বোর্ডে পিচ করতে পারেন। ইতিমধ্যে ব্যাচ ১ এর একজন ক্যান্টিডেট ১০ লক্ষ টাকার ফান্ড রেইজ করতে সক্ষম হয়েছেন। বর্তমানে ব্যাচ ৩ এর কার্যক্রম চলছে।