ফেসবুক রিলস খারাপ না!!
প্রতিযোগীতামূলক মার্কেটে টিকে থাকতে ফেসবুককে প্রতিনিয়ত দেখা যাচ্ছে কিছু না কিছু আপডেট আনতে হচ্ছে৷ টিকটকের শর্ট ভিডিও জনপ্রিয় হওয়ায় ফেসবুকও নিয়ে এসেছে রিলস ফিচার, যেটা অনেকটা টিকটকের মতই। রিলস ফিচারটাকে অনেকে পছন্দ করছেন,অনেকে আবার করছেন না। তবে পুরো লেখাটি পড়লে আপনিও হয়তো বলবেন ফেসবুক রিলস খারাপ না, কারণ এখান থেকে টাকা কামানো যাবে
জ্বি ঠিকই পড়েছেন, ফেসবুক রিলস থেকে কিন্তু ঠিকই টাকা কামানো যায়, তবে অবশ্যই কিছু শর্ত সেখানে আছে৷ সেগুলো নিয়েই মূলত আমাদের আজকের আলোচনা। তো চলেন দেখি কি সেই শর্ত..
-
ফেসবুক রিলস থেকে উপার্জন করতে হলে আপনাকে অবশ্যই আইডিতে প্রফেশনাল মুড অন করতে হবে
-
আপনি আইডিতে মিনিমাম ১০ হাজার ফলোয়ার থাকতে হবে
-
১ মাসের মধ্যে কোন ভিডিও নূন্যতম ১ হাজার ভিউ হলে তবেই সেটাতে মানিটাইজেশন এনাবল হবে
-
রিলের কনটেন্টটি অবশ্যই আপনার নিজের হতে হবে, অন্য কোন কনটেন্ট থেকে কেটে সেটাকে আপলোড করলে সেটা এলাউ হবে না
-
কনটেন্টকে অতি অবশ্যই ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড ফলো করতে হবে। কমিউনিটি স্ট্যান্ডার্ড ব্রেক করলে উল্টো আপনার আইডিই রেস্ট্রিকটেড হয়ে যেতে পারে
-
আপনার আইডিতে কোন প্রকার রেস্ট্রিকশন থাকা যাবে না।
মোটামুটি এগুলোই প্রধান শর্ত রিলসের মানিটাইজেশন অন করার জন্য। এর বাইরেও অবশ্য আরো কিছু টুকিটাকি রুলস আছে, সেগুলো নাহয় আমরা আরেকদিন জানবো। মানিটাইজেশন শর্ত তো মানলেন, এখন কিভাবে বুঝবেন আপনার আইডি এলাউ হয়েছে কিনা? খুব সহজ, আপনার আইডির সেটিংস থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলেই একটি অপশন দেখতে পাবেন মানিটাইজেশন নিয়ে। যদি আপনার আইডিতে সেটি শো না করে তাহলে বুঝবেন আপনি এখনো এই ফিচারের জন্য এলাউ হন নি।
তো যারা ফেসবুক রিলস ফিচারকে অপছন্দ করছিলেন,সবকিছু জানার পর আপনার এখন কি মনেহয়? এটি খারাপ নাকি আপনিও বলবেন ” ফেসবুক রিলস খারাপ না! ”