মার্কেটপ্লেস সার্ভিস

মার্কেটপ্লেস সার্ভিস

দারাজ,মোনাকমার্ট,আজকের ডিল, বিক্রয় ডটকম সবগুলোই একেকটি মার্কেটপ্লেস। মার্কেটপ্লেস হচ্ছে এমন জায়গা যেখানে সেলাররা তাদের প্রোডাক্ট সেল করে। আমাদের মার্কেটপ্লেস সার্ভিসগুলো মূলত ঐ সাইটগুলোতে আপনাদের পণ্য সেল করার ব্যাপারে সহযোগিতা করা নিয়ে।

অনেক সেলার আছেন যাদের প্রোডাক্টগুলো দারাজ বা অন্য মার্কেটপ্লেসগুলোতে খুব ভাল চলবে, কিন্তু সবাই না জানা বা না বুঝার ফলে শুধু মাত্র ফেসবুকেই সেল করার চেষ্টা করেন বলে দিনশেষে সেলের পরিমানটা খুব অল্প পরিমানে হয়। তাই আমরা মার্কেটপ্লেসে আপনার পণ্যগুলো সেল করকে সহযোগিতা করার মাধ্যমে চেষ্টা করবো আপনারই সেল ভলিউম বাড়িয়ে দিতে

মার্কেটপ্লেস যেমন দারাজে যদি আপনার ব্যবসার একাউন্ট খোলা, প্রোডাক্ট আপলোড করা, নিয়মিত মেইনটেইন করা, কাস্টমারের চ্যাট রিপ্লাই করা, বিভিন্ন ক্যাম্পেইন অফারগুলোতে অংশগ্রহন করে সেল বুস্ট করা সহ A 2 Z সব কাজই আমরা আপনাকে করে দিব। আপনার কাজ হবে শুধু মাত্র একাউন্ট খোলার জন্য ডিটেইলস দেওয়া, প্রোডাক্টেন ডিটেইলস দেওয়া এবং পরবর্তীতে অর্ডার আসলে সেগুলো ডেলিভারির ব্যাবস্থা করা। আর তেমন কিছুই আপনাকে করতে হবে না

আমরা যেসব কাজ করবোঃ-

  1. Create Seller Account 
  2. Upload Content 
  3. Maintain campaign management 
  4. Maintain Promo Tools- Seller picks, Bundle, Voucher create, Free shipping create 
  5. Store Decoration ( Logo & Cover Design) 
  6. Work on Product growth 
  7. Work on business advisor 
  8. Work on product return claim issue 
  9. Work on financial report
  10. Work on customer chat reply
  11. Work on order information. 
  12. Online training facilities ( Monthly once in a time) 

ইনশাআল্লাহ নূন্যতম ২ মাসও যদি আপনি কন্টিনিউ করতে পারেন সেক্ষেত্রে খুব ভাল পরিমানের একটা সেল আপনি মার্কেটপ্লেস থেকে পাবেন, কারণ আমাদের আছে মার্কেটপ্লেসগুলোতেই দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞ টিম, যাদের ভিতর থেকেই জানেন কিভাবে সেল বাড়াতে হয়, আপনার পণ্যকে সার্চ লিস্টের একদম সামনের দিকে নিয়ে আসতে হয়

তো কি ভাবছেন এখন?? শুধুমাত্র ফেসবুকেই পড়ে থাকবেন নাকি মার্কেটপ্লেসের মাধ্যমেও আপনার সেলকে বাড়িয়ে নিবেন কয়েকগুন?? 
রেজিষ্ট্রেশন করুন  

We will be happy to hear your thoughts

Leave a reply

PlanB Solution
Logo
Enable registration in settings - general
Shopping cart