লেগে থাকা (হাল না ছাড়া)সাফল্য ১০০ মিটার স্প্রিন্ট নয়, সাফল্য হল অনেকটা ম্যারাথনের মত। শেষ পর্যন্ত চেষ্টা করে যেতে হয়। ব্যবসায় সফল হতে হলেও এই নিয়মটা মেনে চলতে হবে আপনাকে। প্রতিদিন আপনাকে চেষ্টা করে যেতে হবে। হয়তো খুব সহজে সাফল্য আসবেনা, দিনের পর দিন কাজ করে যাবেন কিন্তু কোন উন্নতি পরিলক্ষিত হবেনা। মাঝে মাঝে মনেহবে আর পারছিনা। হাল ছেড়ে দিতে ইচ্ছে করবে। কিন্তু তবুও আপনাকে দিনের কাজ দিনে করে যেতে হবে। বিশ্বাস করুন যারা একটা নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাবে তারা একদিন না একদিন সফল হবেনই।এক ধরনের চাইনিজ বাঁশ আছে যেটার চারা লাগানোর পর নিয়মিত পানি, সার দিয়ে যত্ন করে যেতে হয়।
কিন্তু এক বছরেও এই বাঁশের চারায় কোন পরিবর্তন আসেনা। দ্বিতীয় বছরেও সেইম, চারা বড় হবার কোন লক্ষণ দেখা যায় না। তৃতীয় ও চতুর্থ বছরেও একই অবস্থা, এই বাঁশের তেমন উল্লেখযোগ্য কোন পরিবর্তন চোখে পড়েনা। কিন্তু ধৈর্য্য ধরে নিয়মিত পানি, সার ইত্যাদি দিয়ে যেতে হয়। মজার ব্যাপার হল পঞ্চম বছরে এসে সবকিছু নাটকীয় ভাবে পরিবর্তন হতে থাকে। এই চারা বড় হওয়া শুরু করে। এবং এত দ্রুত বড় হয়যে মাত্র ৪-৫ সপ্তাহে এই বাঁশ ৯০ ফুট পর্যন্ত লম্বা হয়ে যায়। তার আশে পাশের সব গাছকে ছাড়িয়ে যায়।
এই বাঁশকে আপনি কি বলবেন? মাত্র ৫ সপ্তাহে ৯০ ফুট বড় হয়? না, ঘটনা তা নয়। বরং এই বাঁশ বড় হবার জন্য ৫ বছর সময় নিয়েছে। এই ৫ বছরে এটা নিজের ভিত্তি মজবুত করেছে। মাটির নীচে পরিনত হয়েছে। ৫ সপ্তাহে ৯০ ফুট বড় হবার প্রস্তুতি সে ৫ বছরে ধীরে ধীরে নিয়েছে।আপনার ব্যবসাও এই বাঁশের মত। নিয়মিত ব্যবসায় পানি, সার ইত্যাদি দিয়ে যেতে হবে। মানে ব্যবসার দৈনন্দিন করনীয় কাজ করে যেতে হবে। আপনি হয়তো শুরুতেই কিছুই দেখবেন না কিন্তু নিয়মিত ধৈর্য্য ধরে কাজ করে গেলে আপনার ব্যবসার ভিত্তি ধীরে ধীরে মজবুত হতে থাকবে। এভাবে একটা অবস্থানে আসলে দেখবেন শুধু একটা সুযোগ পাওয়ার অপেক্ষা। একটা সুযোগ পেলেই আপনার ব্যবসা ঐ চাইনিজ বাঁশের মত তরতড়িয়ে বড় হতে থাকবে। তাই হতাশ না হয়ে ব্যবসার ভিত্তি শক্ত করার প্রস্তুতি নিন।আপনার ব্যবসায় প্রস্তুতিতে কোন সমস্যার সম্মুখীন হলে সহায়তা করার জন্য PlanB Solution আছে আপনাদের পাশে।#GrowWithPlanB