আপনি কি ধরনের উদ্যোক্তা?

আপনি কি ধরনের উদ্যোক্তা?

আজ থেকে শুরু হচ্ছে #growwithplanb Batch 2 এর ইন্টারভিউ সেশন। ইন্টারভিউ সেশনের মাধ্যমে আমরা উদ্যোক্তাদের টেম্পারমেন্ট ও দক্ষতা যাচাই করবো। একটা ব্যবসার শক্তিমত্তা ও দূর্বলতা বুঝে কি করনীয় সেটা নির্ধারন করবো। যারা যারা ইন্টারভিউয়ের জন্য রেজিস্ট্রেশন করেছেন তাদের ইন্টারভিউতো আমরা নিবই আপনারাও চাইলে একটা ইন্টারভিউ দিতে পারেন। উদ্যোক্তা হিসেবে আপনি কতটা প্রস্তুত সেটা যাচাই করে নিতে পারেন। নিজের কাছে সৎ থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর দিন। এর পরে নম্বর মিলিয়ে নিন। কত নম্বর পেয়েছেন কমেন্টে জানান।

১. আপনি কি একা কোন কাজ করতে স্বচ্ছন্দ্য বোধ করেন?

  • a. হ্যাঁ, আমি নিজে কোন কিছু চিন্তা করে বের করি এবং নিজে নিজে সেটা শুরু করতে পছন্দ করি।
  • b. যদি কেউ আমাকে সাহায্য করে তাহলে আমি কোন কিছু শুরু করতে পারি।
  • c. না, নিজে শুরু না করে অন্যের উপদেশ মোতাবেক কাজ করতেই আমার ভালো লাগে।

২. ঝুঁকি নেয়ার ক্ষেত্রে আপনার মতামত কি?

  • a. চূড়ান্ত রকমের ঝুঁকি নিতেও আমি পছন্দ করি।
  • b. মাঝে মাঝে ক্যালকুলেটেড রিস্ক নেয়া যেতে পারে।
  • c. যেটাতে অন্যরা সফল হয়েছে আমি সেটা করতেই স্বাচ্ছন্দ্য বোধ করি।

৩. আমি কি নের্তৃত্ব দেন?

  • a. হ্যাঁ
  • b. যখন প্রয়োজন তখন দেই
  • c. না, নের্তৃত্ব দিতে আমি পছন্দ করিনা।

৪. আপনি এবং আপনার পরিবার কি আপনার বেতনের উপর নির্ভরশীল?

  • a. ততটা না, দিলেও চলে না দিলেও চলে।
  • b. কষ্ট করে হয়তো চালিয়ে নিতে পারবো।
  • c. পুরোপুরি নির্ভরশীল।

৫. এমন কাউকে কি আপনি চাকরিচ্যুত করতে পারবেন যার চাকরিটা খুব বেশী প্রয়োজন?

  • a. হ্যাঁ, ব্যাপারটা পছন্দনীয় নয় তারপরও মাঝে মাঝে এটা আমাকে করতে হয়।
  • b. আহ! এমন যদি করতে পারতাম!
  • c. এই কাজটা আমাকে দিয়ে কখনো হবেনা।

৬. আপনি কি সপ্তাহে ৬০ ঘন্টার বেশী কাজ করতে আগ্রহী?

  • a. হ্যাঁ, প্রয়োজনে অবশ্যই করি।
  • b. প্রথম দিকে হয়তো করবো।
  • c. কাজ করা ছাড়াও আরো অনেক কিছু করার আছে আমার।

৭. আপনি কি আত্মবিশ্বাসী?

  • a. হ্যাঁ, অবশ্যই
  • b. বেশীরভাগ সময়েই
  • c. এটা আমার একটা দূর্বলদিক

৮. অনিশয়তাকে বরণ করে নিতে পারেন?

  • a. হ্যাঁ,
  • b. আমি পছন্দ করিনা, কিন্তু প্রয়োজনে করবো
  • c. না, আমি সবকিছু জেনে শুনেই পা বাড়াতে পছন্দ করি।

৯. কোন একটা কাজ শুরু করলে আপনি সেটাতে পূর্ণ মনোযোগ ধরে রাখতে পারেন?

  • a. একটা কাজ শুরু করলে আমি অন্যকিছুকে মাথায় আসতে দেইনা।
  • b. আমি যেটা পছন্দ করি তেমন কাজ হলে পারি।
  • c. সবসময় নয়।

১০. আপনি কি সৃজনশীল?

  • a. হ্যাঁ, আমার অনেক ইউনিক আইডিয়া আছে।
  • b. মনেহয়।
  • c. না, অন্যের বুদ্ধি ছাড়া কিছু করতে পারিনা আমি।

১১. আপনি কি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত?

  • a. হ্যাঁ, যেকোন চ্যালেঞ্জ।
  • b. বেশীরভাগ সময়েই
  • c. না, একটু রিল্যাক্স থাকতেই আমি বেশী পছন্দ করি।

১২. আপনি যথেষ্ঠ কি নিয়মানুবর্তী?

  • a. হ্যাঁ
  • b. যখন প্রয়োজন হয় তখন নিয়ম মেনে চলি
  • c. না, তামন নয়।

১৩. আপনি কি নিজ সিদ্ধান্তে অটল থাকতে পারেন, নাকি সবার মতামতের উপর ভরসা করেন?

  • a. আমি আমার মত চিন্তা করতে এবং আমার মত করেই সবকিছু করতে পছন্দ করি।
  • b. মাঝে মাঝে আমি নিজের সিদ্ধান্তে অটল থাকি।
  • c. আমার মনেহয় যারা সিদ্ধান্তে অটল থাকে তাদের সমস্যা আছে।

১৪. ছকের বাইরে গিয়ে কি আপনি থাকতে পারেন?

  • a. হ্যাঁ, পারি।
  • b. পারি, তবে নার্ভাস হয়ে যাই।
  • c. না, আমি আমার জীবনে রুটিন মাফিক ছকের বাইরে যাওয়া পছন্দ নয়।

১৫. আপনার কি ব্যবসা সম্পর্কিত অনেক দক্ষতা আছে?

  • a. হ্যাঁ আছে, আর যা নাই সেগুলোও আমি দ্রুত শুখে নিতে পারবো।
  • b. কিছু কিছু আছে।
  • c. না, তেমন নেই।

১৬. কোনকিছু আপনার মনমতো না হলে আপনি কি স্ট্র্যাটেজি পরিবর্তন করে থাকেন?

  • a. হ্যাঁ
  • b. করতে চাই কিন্তু অন্যদের কারনে করা হয়না।
  • c. না, আমি শেষ পর্যন্ত দেখতে চাই।

১৭. আপনি যে ব্যবসা করার চিন্তা করছেন সে ব্যবসায় আপনার পূর্ব কোন অভিজ্ঞতা কি আছে?

  • a. হ্যাঁ, আছে
  • b. তেমন নেই
  • c. না, একদম নেই।

১৮. আপনি দক্ষতার সাথে ব্যবসায়িক বিভিন্ন কাজ যেমনঃ একাউন্টিং, সেলস, মার্কেটিং এসব পালন করতে পারবেন?

  • a. আমি করিও মাঝে মাঝে
  • b. মনেহয় পারবো
  • c. শুনতেও ভয় লাগছে

১৯. আপনার কি মাল্টি টাস্কিং করার ক্ষমতা আছে?

  • a. হ্যাঁ, আছে
  • b. মনেহয় আছে
  • c. না, নেই

২০. গ্রাহক সন্তুষ্টির জন্য আপনি কি ছোট কাজও করতে পারবেন?

  • a. অবশ্যই
  • b. যদি আমাকে করতে হয় করবো
  • c. সব কাজ আমাকে দিয়ে হবেনা

২১. কত ভালোভাবে আপনি চাপ সামলাতে পারেন?

  • a. খুব ভালোভাবে পারি।
  • b. মোটামুটি
  • c. চাপে আমি ভেঙ্গে পড়ি

.স্কোরিংঃপ্রতিটি a এর জন্য ৫,প্রতিটি b এর জন্য ৩ এবংপ্রতিটি c এর জন্য ১ পয়েন্ট।

  • আপনার স্কোর যদি ৮০-১০০ হয় তাহলে বুঝবেন একজন উদ্যোক্তা হওয়ার জন্য প্রয়োজনীয় বৈশিষ্ট্য ও দক্ষতা দুইটাই আপনার রয়েছে।
  • আপনার স্কোর যদি ৬০-৭৯ হয় তাহলে আপনার মধ্যে উদ্যোক্তা হবার বৈশিষ্ট্যের অভাব আছে। তবে চেষ্টা করলে আপনি একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন।
  • আপনার স্কোর যদি ৬০ এর নীচে হয় তাহলে উদ্যোক্তা বা ব্যবসায়ী না হয়ে অন্য কোন ক্যারিয়ার পছন্দ করাটা আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে।

যাদের স্কোর ৬০-৭৯ তারা নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য PlanB Solution এর উদ্যোগে Grow With Plan B নামে একটি প্রজেক্ট হাতে নেয়া হয়েছে। অল্প কিছুদিনের মধ্যেই আমরা ব্যাচ ২ শুরু করবো ইনশাআল্লাহ।

We will be happy to hear your thoughts

Leave a reply

PlanB Solution
Logo
Enable registration in settings - general
Shopping cart