যদি একটু ভাল করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন গত ৩ বছরের মধ্যে ব্যবসা বা ডিজাইন জগতে যে ম্যাসিভ চেঞ্জটা এসেছে সেটা কেক ডিজাইন। আমাদের বেকার্সরা এত অসাধারণ সব ডিজাইন আমাদের উপহার দিচ্ছেন যেগুলো দেখে স্রেফ চোখ কপালে উঠে যায়, কেমনে সম্ভব!!
কিছু কিছু ডিজাইন দেখে তো মুখ দিয়ে অটো বের হয়ে যায় ” এটা কি আসলেই কেক!!” ডিজাইনের পাশাপাশি একেকটি কেকের সেকি টেস্ট। হ্যাটস অফ কেক বেকার্স
কিন্তু মাই ডিয়ার কেক বেকার্সরা, আপনারা কি জানেন যে বড় ধরণের একটা ভুল করছেন আপনারা?? যে ভুলের জন্য হয়তো আপনাকে একসময় বড় ধরনের মূল্য চুকাতে হতে পারে!!!
আমাদের কেক বেকার্সরা যেটি করেন, কেক রেডি করে ওনাদের ফেসবুক পেইজেই আপলোড করে প্রচারটি করেন। এর বাইরে কিছু ক্ষেত্রে নিজের পার্সোনাল আইডি বা ইনস্ট্রাগ্রামে আপলোড করে রাখেন। আর এখানেই বড় ধরনের রিস্ক থেকে যায়।
-
ধরুন ৬ মাস আগে আপনি অসাধারণ একটা কেক রেডি করেছিলেন যেটি আজ পর্যন্ত অন্য কেউ করে নি,তখন সেটি ফেসবুকে প্রচারও করলেন। কিন্তু এরপর?? যেহেতু আপনি রেগুলার কাজ করছেন এবং পেইজে নিয়মিত আপডেট দিচ্ছেন সো ঐ ৬ মাস আগের কাজটি কিন্তু অনেক নিচে চাপা পড়ে যাচ্ছে। ৬ মাস পরে আপনার যে ক্লায়েন্টটি নতুন আসলো সে কিন্তু আর আপনার ঐ ক্রিয়েশন দেখলো না জানলো না।
-
ফেসবুক বর্তমানে বেশ সমস্যা করছে, হুটহাট করে অনেকের আইডি,পেইজ রেস্ট্রিকটেড, এমনকি ডিজাবলও হয়ে যাচ্ছে। একবার ভাবুন তো, হটাৎ কোন একদিন যদি দেখেন আপনার পেইজটি ডিজাবল হয়ে গেল তখন কি হবে?? আপনার এতদিনের এত এত কাজ, এত এত পরিশ্রম, অর্জন সব কিন্তু এক নিমেষেই হাওয়া। আপনাকে আবার সবকিছু একেবারে নতুন করে শুরু করতে হবে, কিন্তু তবুও কি আপনার সহজেই আগের অবস্থানে যেতে পারবেন যদি একবার হারিয়ে যান??
-
বর্তমানে তো সবাই মোটামুটি অনেকগুলো প্রতিযোগীতায় যাচ্ছেন, আপনাদের অনেক এচিভমেন্টও হচ্ছে। কিন্তু ফেসবুক পেইজে তো সবকিছু সমান ভাবে সবসময় প্রচার করা সম্ভব হয় না। তারমানে ১ মাস পরেও যে নতুন ক্লায়েন্ট আসলো সে আপনার কোন অর্জন সম্পর্কে কিছুই জানলো না, আপনার এই অর্জনের কোন ভ্যালু থাকলো না।
শুধু মাত্র ফেসবুক নির্ভর হয়ে থেকে এমন আরো অনেকগুলো ভুল কিন্তু আপনারা করছেন। তাই আমার সাজেশন হচ্ছে বেসিক লেভেলের হলেও সব কেক বেকার্সদের একটি করে ওয়েবসাইট থাকা উচিত, যেটি অনেকটাই আপনার পোর্টফুলিও হিসেবে কাজ করবে। একটু ওয়েবসাইট থাকলে আপনি খুব সহজেই আপনার সব কাজ, সব এচিভমেন্টকে এক জায়গার সংরক্ষণ করতে পারছেন। যেটিকে আপনার ফোকাস দেওয়ার প্রয়োজন হবে সেটিকে ফোকাসে রাখতে পারবেন, যেটিকে পিছনে রাখতে চান সেটিকে পিছনেই রাখতে পারবেন। মানে পুরো ব্যাপারটিই আপনার পছন্দমত হবে।
তাই যদি অন্যের জন্য আপনার এত এচিভমেন্ট, এক্টিভিটিজকে হারাতে না চান তাহলে একটি ওয়েবসাইট করে নিন। এমন কোন কথা নেই যে আপনাকে PlanB Solution থেকেই ওয়েবসাইট করতে হবে, আপনার যেখান থেকে ইচ্ছে হবে সেখান থেকেই করাতে পারেন৷ তবে প্ল্যান বি থেকে করালে আপনি কম খরচে বেশ অনেকগুলো ফিচার সহ রেসপনসিভ একটি ওয়েবসাইট করাতে পারবেন, এই মাসের মধ্যে বুকিং দিলে তো স্পেশাল ডিসকাউন্টও পাচ্ছেন