ওয়েবসাইট করলে যেভাবে সেল বাড়বে

ওয়েবসাইট নিয়ে কারো সাথে কথা বলার একটি কমন প্রশ্ন থাকে এটাতে আমি কি সুবিধা পাব? সেল বাড়বে কিনা। যেহেতু প্রশ্নটা মোটামুটি সবার,তাই ভাবলাম একবারে পোস্ট আমারে ডিটেইলসই লিখে ফেলি। তাই চলুন ভূমিকা বড় না করে মূল টপিকসে চলে যায়..

১. ২৪ ঘন্টা ব্যবসা করার সুযোগ :- ওয়েবসাইটের একটা বড় সুবিধা হচ্ছে এখানে ২৪ ঘন্টাই ব্যবসা করা যায়। এই সুবিধাটি ফেসবুক পেইজে বা আপনার অফলাইন শোরুমেও পাবেন না কখনো। উদাহরণ সরূপ, আপনি রাত ১২ টায় ঘুমিয়ে গেলেন, এখন একজন কাস্টমার রাত ১টায় ফ্রি হয়ে পেইজে অর্ডার করতে গেলেও আপনি একটিভ না থাকায় অর্ডারটি ক্লোজ হল না। কিন্তু ওয়েবসাইটে কাস্টমার চাইলে রাতের ৩ টায় অর্ডার করতে পারবে কোন সমস্যা ছাড়ায়। আপনি সকালে আরাম করে ঘুম থেকে উঠে অর্ডার লিস্ট দেখে প্রোডাক্টটি ডেলিভারি করে দিতে পারছেন৷

২. সেল ভলিউম বৃদ্ধি :- ব্যবসায়ে সবার একটা কমন বিষয় থাকে সবাই সেল ভলিউম বাড়াতে চান সবসময়ই। আর ওয়েবসাইটে এই কাজটা খুব সহজেই করা যায়, কিভাবে? আমাদের মোটামুটি সবার সাথেই একটা বিষয় প্রায় হয়, আমরা দোকানে একটা জিনিস কিনতে যেয়ে চোখের সামনে পড়ে,দেখে ভাল লাগছে বলে আরো ৩ টা জিনিস কিনে নিয়ে চলে আসি। ওয়েবসাইটেও আপনার সবগুলো আইটেম সুন্দর ভাবে সাজানো থাকে বলে কাস্টমার একটা আইটেম কিনতে যেয়ে অন্য আইটেমগুলো দেখে সেগুলোও অর্ডার করে দিতে পারে৷ এতে আপনারই সেল বাড়ছে..

৩. যে কোন কিছু খুঁজে বের করা সহজ :- আমাদের সব প্রোডাক্টের সাথেই বিস্তারিত আরো বড় কিছু কনটেন্ট লিখতে হয়। নিজেদের সার্ভিস,পলিসি নিয়েও আমাদের অনেককিছু বলার থাকে। ফেসবুক পেইজে সবসময় সেই কনটেন্টগুলোকে হাইলাইট করে রাখা সম্ভব হয় না, ৭ দিনের আগের কনটেন্টও খুঁজে নিতে একটু কষ্ট করতে হয়। কিন্তু ওয়েবসাইটে সবকিছু সুন্দরভাবে সাজানো থাকে বলে যখনই প্রয়োজন তখনই সহজেই সবকিছু খুঁজে বের করা যায়।

৪. অনলাইনে নিজের একটি স্থান :- আমাদের সবারই একটা স্বপ্ন থাকে নিজের একটা বাড়ি হবে, নিজের মনমত করে সব সাজাবো, এখানে কেউ আমার উপর মাতাব্বরি করতে আসবে না। ফেসবুক পেইজ আমাদের নিজের বাড়ি না, এটি ফেসবুকের বাড়িতে আমাদের একটি ভাড়া ঘর। তাই ফেসবুক যেটি বলবে সেটিই আমাদের মানতে হবে। কিন্তু ওয়েবসাইট সম্পূর্ণ নিজের ঘর, এখানে আপনি নিজের মত করেই সবকিছু সাজাতে পারবেন, কেউ আপনাকে মাতব্বরি করতে আসবে না

৫. পণ্য এবং সেবার সহজ পরিচয় :- আপনার বিজনেসে যদি ১০০ টা আইটেমের প্রোডাক্ট থাকে তাহলে সবগুলোকে সমানভাবে ফেসবুক পেইজে পরিচয় করিয়ে দেওয়া, হাইলাইট করা সম্ভব হয় না। কিন্তু ওয়েবসাইটে এই কাজটা খুব সহজেই করা যায়। এখানে ৫০০টা প্রোডাক্টকেও আপনি সমানভাবে বিস্তারিত বিবরণ দিয়ে হাইলাইট করতে পারছেন, পরিচিতি করাতে পারছেন, ক্যাটাগরি আলাদা করে রাখতে পারছেন। এতে আপনার সেল বাড়িয়ে নেওয়াটা সহজ হয়।

এই ৫টি প্রধান পয়েন্ট ছাড়াও একটা স্মার্ট ওয়েবসাইটের আরো বহু বহু সুবিধা রয়েছে। তাই যদি আপনি ব্যবসা নিয়ে সিরিয়াস হয়ে থাকেন, সেল বাড়িয়ে নিতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আপনার এখনি ওয়েবসাইট করিয়ে নেওয়া উত্তম। বাজেটের মধ্যে আপনার চাহিদামত স্মার্ট একটি ওয়েবসাইট করিয়ে নিতে ভরসা রাখতে পারেন প্ল্যান বি সল্যুশনের উপরেই

We will be happy to hear your thoughts

Leave a reply

PlanB Solution
Logo
Shopping cart