fbpx

কম পরিশ্রমে সেল বাড়াবেন যেভাবে

কম পরিশ্রমে সেল বাড়াবেন যেভাবে
আচ্ছা বলুনতো আপনি কি একজন Business Owner নাকি একজন Busyness Owner? ব্যবসা করছেন নাকি সারাদিন শুধু ব্যস্তই থাকছেন? আশা করছি আপনি প্রথম দলে। কিন্তু সবাই আপনার মত স্মার্ট নয়।
আমাদের দেশে বেশীরভাগ ক্ষুদ্র ব্যবসায়ীই সারাদিন, সারা মাস খুব বেশী ব্যস্ত থাকেন কিন্তু দিন শেষে খুব ভালো ব্যবসা তারা করতে পারছেন না, কাঙ্ক্ষিত সেল পাচ্ছেন না। ব্যবসা বাড়াতে যেয়ে নিজের জন্য সময় বের করতে পারছেন না,পরিবারকে সময় দিতে পারছেন না। অন্তত এক হাজারের বেশী ক্ষুদ্র ব্যবসায়ীর ডেটা এনালাইসিস করে আমরা দেখেছি যে তারা ব্যবসায় অনেক বেশী পরিশ্রম করেন, ব্যবসার প্রতি তাদের ডেডিকেশনেরও কমতি নেই। কিন্তু তারপরও মাস শেষে তাদের ব্যবসা থেকে তেমন প্রফিট আসছেনা। কেউ কেউতো প্রতিমাসে লসই দিয়ে যাচ্ছেন।
কেন এমন হয়?
  • এমন হওয়ার সবচেয়ে বড় কারন তারা ব্যবসাকে সঠিকভাবে ম্যানেজ করতে পারছেন না।
  • পরিশ্রম করছেন কিন্তু তা সঠিক জায়গায় করতে পারছেন না।
  • ব্যবসাকে নিজের জন্য না খাটিয়ে তারা সারাদিন ব্যবসার জন্য খাটতে থাকেন।
সমাধান কি?
  • একমাত্র সমাধান হচ্ছে বিজনেস অটোমেশন।
  • ব্যবসাকে এমনভাবে সেটাপ করা যাতে আপনার উপস্থিতি ছাড়াও ব্যবসা আপনার জন্য কাজ করে যাবে।
  • ব্যবসার সবকিছু এমনভাবে নিয়ন্ত্রণ হতে থাকবে যাতে আপনার সময় কম লাগবে কিন্তু ব্যবসা দিন দিন বড় হতে থাকবে।
সমাধান কিভাবে করবো?
  • বিজনেস অটোমেশন এর বিভিন্ন ধাপ আপনাকে শিখতে হবে।
  • নিজের ব্যবসায় তা বাস্তবায়ন করতে হবে।
শুনেছি বিজনেস অটোমেশন করতে হলেতো অনেক টাকা লাগে, আমি এত টাকা ব্যায় করতে পারবো?
  • একজন ছোট ব্যবসায়ী হিসেবে আপনি ফ্রীতেই আপনার ব্যবসাকে অনেকটা অটোমেশন করতে পারেন। তারজন্য তেমন কোন টাকা ব্যায় করতে হবেনা। শুধুমাত্র জানতে হবে কিভাবে সেটা করবেন?
বিজনেস অটোমেশন শিখবো কোথা থেকে?
  • সুখবর হচ্ছে বর্তমানে ইন্টারনেট থেকেই আপনি বিজনেস অটোমেশনের বিভিন্ন দিক নিজে নিজেই শিখে নিতে পারবেন। গুগল, ইউটিউবে প্রচুর তথ্য পাবেন।
  • যারা ইউটিউব বা গুগল থেকে সঠিকভাবে তথ্য খুজে পেতে আপনার কষ্ট হয় তাহলে আমাদের বিজনেস অটোমেশন কোর্সটিতে এনরোল করে রাখতে পারেন।
বিজনেস অটোমেশন কোর্সে কি কি শিখাবেন?
  • Organizing Yourself
  • How to organize Data?
  • How To organize Business?
  • Mapping Your Business
  • How to draw a flowchart?
  • Automated Task Delegation
  • Automation in Finance
  • Digital Dashboard: Consolidate Your Data
  • Marketing Automation For Business
  • More Sells in Less Time
  • CRM
বিজনেস অটোমেশন কোর্সে কি কি থাকছে?
  • ২-৩ লাইভ ক্লাস। যেখানে বিজনেস অটোমেশনের বিভিন্ন কৌশল শেখানো হবে।
  • ২-৩ এসাইনমেন্ট। হাতে কলমে কাজ করার মাধ্যমে কৌশল সমূহ ব্যবহার করা শেখানো হবে।
  • ২-৩ ফ্রেমওয়ার্ক। বিভিন্ন কাস্টমাইজড ফ্রেমওয়ার্ক বিজিনেস অটোমেশনে সহায়তা করবে।
  • ফ্রী টুলস। যা ব্যবহার করে ব্যবসার গ্রোথ কয়েকগুন পর্যন্ত বাড়ানো যাবে।
  • ফ্রী CRM
  • ক্লাস রেকর্ডিং, পরবর্তীতে দেখার জন্য।
  • সাপোর্ট
এই কোর্স করে আমার ব্যবসার জন্য কি উপকার হতে পারে?
  • যেহেতু অটোমেশনের কারণে আপনাকে পরিশ্রমটা তুলনামূলক কম করতে হবে। কম পরিশ্রমের তুলনামূলক বেশি রিটার্ন পাবেন
  • অটোমেশনের কারণে আপনি ব্যবসা নিয়ে ভাবার সময় পাবেন বলে আপনি নিত্য নতুন আইডিয়া নিয়ে আসতে পারবেন যেটি আপনার সেল বাড়াবে
  • খুব সহজে আপনার ব্যবসার যাবতীয় কার্যক্রম ম্যানেজ করতে পারবেন।
  • ব্যবসা ট্র্যাকিং করতে সুবিধা হবে।
  • আপনার কাস্টমার রিলেশনশীপ ভালো হবে। রিপিট কাস্টমারের সংখ্যা বাড়াতে পারবেন বলে সেল বাড়বে
  • কাজ ডেলিগেট করতে পারবেন।
  • ব্যাবসার পরিধি বাড়তে থাকবে। এতে আপনার সেল ভলিউমও বাড়বে
  • সর্বোপরি সারাদিন ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতে হবেনা। নিজের পরিবারকে দেয়ার জন্য প্রচুর সময় পাবেন।
কোর্স ফি কত?
  • রেগুলার ফিঃ মাত্র ২,০০০/- (দুই হাজার টাকা) ।
  • তবে ১ম ব্যাচে ভর্তি হতে পারবেন ৭৫% ছাড়ে মাত্র ৪৯০/- (চারশত নব্বই) টাকায়।
ভর্তি প্রক্রিয়াঃ
01788070149 (Personal)
বিকাশ নং এ টাকা পাঠিয়ে নীচের গুগল ফর্মটি পূরণ করতে হবে।
ক্লাশ শুরুর সম্ভাব্য তারিখঃ
২০ নভেম্বর ২০২২, রাত ৮.০০ টা।

We will be happy to hear your thoughts

Leave a reply

PlanB Solution
Logo
Enable registration in settings - general
Shopping cart