একটা বড় ব্যবসা এবং একটা ছোট ব্যবসার মূল পার্থক্য হচ্ছে অটোমেশনে। বড় ব্যবসাগুলো অটমেশন করতে পেরেছে বলেই তারা দিন দিন বড় থেকে বড় হয়। মালিক ব্যবসায় থাকুক আর না থাকুক ব্যবসা আপন গতিতে চলতে থাকে।
ছোট ব্যবসায়ীদের কাজ হলো সবকিছু নিজের হাতে ধরে রাখার চেষ্টা করা। নিজে নিজে সবকিছু করতে যাওয়া। এতে করে একটা নির্দিষ্ট পর্যায়ের পর ব্যবসা আর বড় হয়না বা লাভজনক থাকেনা।
ছোট ব্যবসায়ীরা কিভাবে তেমন কোন খরচ ছাড়াই বিজনেস অটোমেশন করবেন তা নিয়ে ৩ দিনের একটা কোর্স হতে যাচ্ছে আগামী ২০ নভেম্বর থেকে।
রেজিস্ট্রেশন করুন
কোর্স শুরু হওয়ার আগে চলুন জেনে নেই বিজনেস অটোমেশন কেন জরুরী।