আমাদের চারপাশে বর্তমানে শত শত কেক আপু (কেক ভাইয়া এখনো চোখে পড়েনি )। একেকজন দূর্দান্ত ট্যালেন্ট। কি চমৎকার চমৎকার সব ডিজাইনের কেকযে উনারা প্রতিদিন তৈরী করে যাচ্ছেন, দেখে মুগ্ধ হওয়া ছাড়া উপায় নেই। হাইজেন, স্বাদ ও ডিজাইনে এই কেক আপুদের অনেকেই ১০০ তে ১০০। তাদের সকলের কেকেরই প্রচুর চাহিদা থাকা সত্বেও শুধুমাত্র একটা জিনিসের অভাবে তাদের ব্যবসাটা বড় হচ্ছেনা। আর তা হল প্রোডাক্টিভিটি। সবাই-ই নিজের প্রোডাক্টিভিটিকে একটা নির্দিষ্ট লেভেলে আটকে রেখেছেন। দৈনিক দুইটা বা চারটার বেশী কেক অনেকেই ডেলিভারি করতে পারছেন না।
পার্শ্ববির্তী দেশে আমার আরেকজন কেকআপু আছেন। নাম সোয়াতি ওয়াইডান্ডে। এই কেকআপু প্রতিদিন কয়েক হাজার কেক বিক্রি করেন। KekizIndia উনার প্রতিষ্ঠান। মজার ব্যাপার হলো এই হাজার হাজার কেকের একটাও কিন্তু উনি নিজে তৈরী করেন না। উনি এমন একটা সিস্টেম তৈরী করেছেনযে উনার উপস্থিতি ছাড়াই হাজার হাজার তৈরী হয়ে যাবে। বিজনেসকে এমনভাবে অটোমেশন করেছেন যে পুরো ইন্ডিয়া জুড়ে ১০০ এর বেশী ফ্রাঞ্চাইজি থেকে উনার কেক বিক্রি হয়। যেহেতু সবকিছু অটোমেটেড, কাজেই ১০০ এর জায়গায় ১০০০ ফ্রাঞ্চাইজি খুলতেও সোয়াতি ওয়াইডান্ডেকে কোন বেগ পেতে হবেনা। কারন উনি কেক মেকিং প্রসেস, সেলস চ্যানেল, মার্কেটিং সবকিছুই অটোমেটেড করেছেন। This is the power of the automation.
সোয়াতির মত যারাই ব্যবসাকে বড় করতে চান তাদের জন্য অটোমেশনের কোন বিকল্প নেই। আমাদের প্রাণ আরএফএল হোক বা ইন্টারন্যাশনালি এমাজন, ম্যাকডোনাল্ডস হোক সবারই ব্যবসা বড় হওয়ার মূল সিক্রেট হলো অটোমেশন।
আমরা যারা একদম ক্ষুদ্র ব্যবসা করছি সবারই লক্ষ্য একদিন না একদিন আমরাও অনেক বড় হবো। অনেক কর্মী কাজ করবে আমাদের প্রতিষ্ঠানে, হাজার হাজার কাস্টমার থাকবে, লক্ষ লক্ষ টাকা সেল হবে প্রতিদিন। ইনশাআল্লাহ একদিন এই স্বপ্ন সবার পূরণ হবে। কিন্তু একটু কল্পনা করে দেখুন, শত শত কর্মী, লক্ষ লক্ষ কাস্টমার আপনি কিভাবে ম্যানেজ করবেন? উত্তর একটাই, অটোমেশন।
অটোমেশন শুনলেই আমাদের অনেকের ধারণা এতে বিশাল অংকের মেশিনারিজ লাগে, টেকনোলজি লাগে। ধারণা সত্য, বড় বড় ব্যবসাগুলো হাজার কোটি টাকাও ব্যায় করে বিজনেস অটোমেশনের জন্য। কিন্তু আমরা যারা ক্ষুদ্র তারা এখনি অত বিলাসিতায় যাওয়ার দরকার নেই। বিনামূল্যেও চাইলে আপনারা নিজের বিজনেস অটোমেশন করতে পারেন।
তেমন কিছু সিস্টেম, স্ট্র্যাটেজি ও টুলস নিয়ে প্ল্যানবি সল্যুশন আয়োজন করেছে ৩ দিনের একটা বিজনেস অটোমেশন কোর্স।