fbpx

বিজনেস হেলথ চার্টঃ আপনার ব্যবসার স্বাস্থ্য ভালো আছে তো?

বিজনেস হেলথ চার্টঃ আপনার ব্যবসার স্বাস্থ্য  ভালো আছে তো?

ডাক্তার সাহেব মাথা ব্যাথা।
– প্যারাসিটামল দুই বেলা
বিছানা থেকে পড়ে হাত ভেঙ্গে গেছে।
– প্যারাসিটামল দুই বেলা।
মাথার চুল পড়ে যাচ্ছে।
– প্যারাসিটামল দুই বেলা।
সান বার্ণ হয়ে গায়ের রঙ কালো হয়ে যাচ্ছে।
– প্যারাসিটামল দুই বেলা।
বয়ফ্রেন্ড ছেড়ে চলে গেছে।
– প্যারাসিটামল দুই বেলা।

Plan B Business Health Checker Tool.

গ্রীন ইউনিভার্সিটির এই বিজ্ঞাপনটির কথা মনে আছে? যেকোন সমস্যা আসলেই ডাক্তার সাহেব প্যারাসিটামল দুই বেলা খেতে বলে ছেড়ে দিচ্ছেন। আন্দাজে এই চিকিৎষায় হয়তো কারো কারো সমস্যা সমাধান হতেও পারে কিন্তু সবার হবেনা এটা নিশ্চিত। প্রত্যেকের সমস্যা যেমন ভিন্ন, প্রত্যেকের চিকিৎষাও হবে ভিন্ন। সঠিক চিকিৎষা দেয়ার আগে একজন ডাক্তারের উচিৎ সঠিকভাবে রোগ নির্ণয় করে ঔষধ দেয়া। সঠিকভাবে রোগ নির্ণয় করতে না পারলে রোগের সঠিক চিকিৎষা কখনোই সম্ভব নয়।

আসি ব্যবসা বানিজ্যের ক্ষেত্রে। একটা ব্যবসা শুরু করার পর আমরা হাজার রকমের সমস্যায় পড়ি। একেকজনের সমস্যা একেক রকম। আমাদের ক্ষুদ্র উদ্যোক্তাদের অনেকেই নিজের ব্যবসার সমস্যা নিজে সমাধান করতে ব্যার্থ হন। অনেকেই আশেপাশে এক্সপার্টদের কাছে যান সমস্যা সমাধানের জন্য। এখানেই বেশীরভাগ এক্সপার্টরাই প্যারাসিটামল দুই বেলার মত চোখ বন্ধ করে সাজেশন দিয়ে দেন ফেসবুক বুস্টিং করতে। যেন ফেসবুককে টাকা খাওয়ালেই ফেসবুক ব্যবসা বাড়িয়ে দিবে।

বলছিনা ফেসবুকে প্রমোশন চালালে ব্যবসা বাড়েনা। কিন্তু এটা অনেকটা ওই প্যারাসিটামল দুই বেলার মতই। কারো কারো হয় কারো কারো হয়না। কিছু রিচ আর এনগেজমেন্ট দেখিয়ে ফেসবুক মার্কেটেররা তাদের সাজেশনকে সফল দাবী করেন।

অথচ আপনার ব্যবসা ব্যার্থ হবার পেছনে হয়তো আপনার প্রোডাক্ট দায়ী। হয়তো আপনার প্রাইসিং পলিসি কিংবা কাস্টমার টার্গেট করতে না পারাটাই দায়ী। এমনও হতে পারে আপনার সবকিছু ঠিক আছে কিন্তু শুধুমাত্র প্রপার প্যাকেজিং এর কারনেই আপনার পণ্য থেকে গ্রাহক মুখ ফিরিয়ে নিচ্ছে। যদি সমস্যা এমন হয় তাহলে আপনি যতই প্রমোশন চালান তেমন কাজ হবেনা। ফেসবুককে শত শত ডলার দিবেন কিন্তু আপনার ব্যবসা বাড়বেনা।

তাই সোস্যাল মিডিয়া মার্কেটিং বা প্রমোশন চালানোর আগে খুজে বের করুন আপনার ব্যবসার মূল সমস্যা কোনটি? এটা কি আপনার প্রোডাক্ট নাকি আপনার মার্কেট? আপনার কাস্টমার নাকি আপনার কম্পিটিটর? আপনার কাস্টমার সার্ভিস নাকি মার্কেটিং স্ট্র্যাটেজি? সঠিক সমস্যা খুজে বের করতে পারলে আপনি জেনে যাবেন আপনাকে ঠিক কোন ঔষধটা আপনার ব্যবসায় প্রয়োগ করতে হবে। আন্দাজে শুধুমাত্র প্রমোশন না করে হয়তো শুধুমাত্র একটা ইউএসপি তৈরি করেই আপনি আপনার সমস্যার সমাধান করে ফেলতে পারবেন।

সমস্যা খুজে বের করার আগেও সমস্যা আছে। আমাদের বেশীরভাগ ক্ষুদ্র উদ্যোক্তা বা ব্যবসায়ীই জানেন না নিজের ব্যবসার সমস্যা কিভাবে সমাধান করতে হয়। তবে চিন্তার কিছু নেই। যখন কোন উপায় খুজে পাওয়া যায়না তখনি কাজে লাগে PlanB Solution.

আপনার ব্যবসার সঠিক সমস্যা খুজে বের করা বা ব্যবসার বর্তমান অবস্থান নির্ণয় করতে প্ল্যান বি সল্যুশন একটি অভাবনীয় সমাধান নিয়ে এসেছে। বিজনেস হেলথ চার্ট এর মাধ্যমে পরীক্ষা করে আপনি অনায়াসে আপনার ব্যবসার মূল সমস্যা খুজে বের করতে পারবেন এবং সঠিক করনীয় চিহ্নিত করতে পারবেন। মনে রাখবেন কোন সমস্যা সঠিকভাবে সমাধান করা মানেই অর্ধেক সমস্যার সমাধান করে ফেলা। বিস্তারিত জানতে আগ্রহীগণ নিচের ফর্মটি পূরণ করে রেজিস্ট্রেশন করুন। দেশের অন্যতম সেরা সব বিজনেস এক্সপার্টরা আপনার সমস্যা সমাধানের জন্য অপেক্ষা করে আছেন।

বিস্তারিত জানতে এবং রেজিস্ট্রেশন করতে ক্লিক করুনঃ
https://forms.gle/R122Jp8JKjQfAsAN9

We will be happy to hear your thoughts

Leave a reply

PlanB Solution
Logo
Enable registration in settings - general
Shopping cart