আমাদের #GrowWithPlanB প্রজেক্টের একটা নিয়ম হল অংশগ্রহণকারীদের প্রতিদিন অন্তত ১টা করে প্রশ্ন করতে হয়। এই প্রশ্ন করার মাধ্যমে সিলেবাসের বাইরেও অনেক কিছু উনারা জানতে পারেন। চমৎকার চমৎকার সব প্রশ্ন শিক্ষার্থীরা করছেন প্রতিদিন। অন্য শিক্ষার্থীরা অথবা মেন্টররা চেষ্টা করেন সেই প্রশ্নের উত্তর দেয়ার। সবাই মিলে শেখার এক অনন্য ইকোসিস্টেম তৈরী হয়েছে Grow With Plan B (Batch 1) গ্রুপে।সেদিন আমাদের প্রথম ব্যাচের অংশগ্রহণকারী Sultana Begum এর করা প্রশ্নের উত্তরটি আমি মনেকরি সকল উদ্যোক্তার জন্য জানা আবশ্যিক।
চলুন উত্তরটি জেনে নেয়া যাক।MVP (Minimum Viable Product)একটা সফল সার্টাপ কেমন হয়?
অনেক চিন্তা ভাবনা করে, মার্কেট রিসার্চ করে, একটা নিখুত প্রোডাক্ট তৈরী করা। সেরা একটা মার্কেটিং টীম দিয়ে সেই প্রোডাক্টের মার্কেটিং করে বাজারে নিয়ে আসা। বিভিন্ন স্ট্র্যাটেজি প্রয়োগ করে কাস্টমার একোয়ার করা, পরবর্তীতে ভালো ফান্ড রেইজ করা। হ্যাঁ, এটাই একটা সফল স্টার্টাপের সূত্র, তবে পুরনো সূত্র।কারন এই সূত্র ফলো করতে গিয়ে স্টার্টাপগুলোর অনেক বেশী টাকা খরচ হয়ে যায়। আবার অনেক সময় নিখুঁত পণ্য তৈরী করতে গিয়ে অতিরিক্ত সময়ও চলে যায়। দেখা যায় যতদিনে নিখুঁত পণ্য তৈরী হয়েছে ততদিনে মার্কেটে সেই পণ্যের চাহিদা কমে গেছে, কিংবা বিকল্প কোণ পণ্য চলে এসেছে। প্রচুর অর্থ, সময় ও শ্রম ব্যায় করে আপনি একটা ফাটাফাটি প্রোডাক্ট বানালেন কিন্তু দেখা গেল আপনার কাস্টমার সেটা গ্রহণ করলোনা। বিলিভ ইট অর নট অনেক অনেক স্টার্টাপ ঠিক একারনেই বন্ধ হয়ে যায়। পারফেক্ট হতে গিয়ে ফিনিস হয়ে যায়।
এভাবেই এরিক রেইসের Catalyst Recruiting নামের চমৎকার একটি স্টার্টাপ ফেইল করে। এরিক বুঝলেন একটি পারফেক্ট স্টার্টাপ হবার যে সূত্র বাজারে প্রচলিত তা নিজেই পারফেক্ট নয়।২০০৪ সালে এরিক রেইস এক অদ্ভূত কাজ করলেন যা কোন স্টার্টাপের সূত্রের সাথে যায়না। উনারা IMVU নামে নতুন একটা স্টার্টাপ শুরু করলেন সম্পূর্ণ উলটাভাবে। পারফেক্ট প্রোডাক্ট তৈরী না করে উনারা প্রোডাক্টের আর্লি ভার্সন বাজারে ছেড়ে দিলেন। ফাইনাল প্রোডাক্ট তৈরী না করে কাস্টমারের কাছে যাওয়া স্টার্টাপ দুনিয়ায় অনেক বড় একটা ভুল বলে প্রচলিত ছিল। কিন্তু এরিক রেইস সেই ভুলের পথেই পা বাড়ালেন। উনি মার্কেট রিসার্স, নিখুঁত প্রোডাক্টে সময় না দিয়ে কাস্টমারকে সেটা ব্যবহার করতে দিলেন এবং ফিডব্যাক দিতে বললেন। কাস্টমার ফিডব্যাক নিয়ে তাদের চাহিদা মোতাবেক প্রোডাক্ট আপডেট করে আবার বাজারে নিলেন, আবার ফিডব্যাক নিলেন। এভাবে বার বার কাস্টমার ফিডব্যাকের উপর ভিত্তি করে একটা পারফেক্ট প্রোডাক্ট তৈরী করলেন। এরিকের সেই ভুলই পরবর্তীতে স্টার্টাপ দুনিয়ায় এক নতুন ট্রেন্ড হিসেবে পরিচিতি লাভ করলো। সফল স্টার্টাপের নতুন সূত্র হিসেবে পরিচিতি পেল। স্টার্টাপগুলো ভরাঢুবি থেকে রক্ষা পেল। রেইস এই নতুন ট্রেন্ডের নাম দিলেন দ্যা লীন স্টার্টাপ। এখনকার স্টার্টাপগুলো লীন স্টার্টাপ সূত্র ফলো করেই এগিয়ে যাচ্ছে, সফল হচ্ছে। যার জলন্ত উদাহরণ জাপোস ডট কম।এইযে পারফেক্ট প্রোডাক্ট তৈরী হওয়া পর্যন্ত অপেক্ষা না করে প্রোডাক্টের আর্লি ভার্সন বাজারে নিয়ে আসা এটাকে বলে Minimum Viable Product বা MVP. MVP তে মিনিমাম ফিচার ও ফাংশানালিটি থাকে, সংগত কারনেই এত বাজেটও খুব বেশী হয়না।
তাই স্টার্টাপগুলো অনেক বেশী পরিমান অর্থ খরচ করার আগেই তাদের পণ্য সম্পর্কে কাস্টমারের চাহিদা কেমন সেটা বুঝে নিতে পারে।তাই যারা স্টার্টাপ নিয়ে চিন্তা করছেন তারা বড় চিন্তা করুন সমস্যা নেই কিন্তু শুরুটা ছোট থেকেই করুন।
ধন্যবাদ সোলতানা বেগম আপু সহ গ্রো উইথ প্ল্যান বি প্রজেক্টের সকল অংশগ্রহণকারীকে এত সুন্দর সুন্দর সব প্রশ্ন করার জন্য।